ফ্রান্সিস দে ওরেলানা। স্প্যানিশ এই পর্যটক প্রথম মানুষ যিনি অ্যামাজন নদী ধরে পৌঁছে যান পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট অ্যামাজনে। যার আয়তন ৫৫ লাখ বর্গকিলোমিটার। এই বনের বুক চিরে বয়ে গেছে অ্যামাজন নদী। যে নদী প্রতি সেকেন্ডে ৪.২ মিলিয়ন ঘনফুট পানি নিয়ে ফেলে সাগরে। গোটা পৃথিবীর ২০ শতাংশ অক্সিজেন উৎপাদন করে অ্যামাজন। যে কারণে অ্যামাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। ছোট পোকামাকড় আর…