রাশিয়ায় শীতে পালিয়ে বেড়াচ্ছে পশুপাখিও রাশিয়ার রাজধানী মস্কোয় ভয়াবহ তুষারপাতের সাক্ষী হয়েছে বসবাসকারী মানুষ, এমনকি পশু-পাখিও। পান্ডা, খেঁকশিয়ালসহ অন্যসব প্রাণীও শীত থেকে বাঁচতে যেন পালিয়ে বেড়াচ্ছে। দেশের অধিকাংশ শহর শুভ্র তুষার বৃষ্টিতে ঢেকে গেছে। বন, মূর্তি, স্থাপনা, সাদা তুষারে আবৃত সেগুলোর বেশির ভাগই। বিপর্যয়ে আছে প্রধান রাস্তাঘাট। যানবাহন চলাচলেও ব্যাপক অসুবিধার সম্মুখীন…