ফ্রাংক উইলিয়াম অ্যাবাগনেল প্রতারকদের গুরু চেক প্রতারকদের গুরু মানা হয় ফ্রাঙ্ক উইলিয়াম অ্যাবাগনেল জুনিয়রকে। চেক প্রতারণা করেই বসে থাকেননি। প্রয়োজনে সেজেছেন ভুয়া পাইলট। তবে সৌভাগ্যের কথা তাকে বিমান ওড়াতে হয়নি। ব্যাংকের চেক প্রতারণায় তার ধারেকাছেও নেই কেউ। প্যান এ এম এয়ারলাইনসের চেক প্রতারণা করে তিনি মিলিয়ন ডলার তুলে নেন ব্যাংক থেকে। এ ছাড়া তিনি আইন বিষয়ে নিয়েছেন ভুয়া ডিগ্রিও।…