১৪ এপ্রিল, ১৯১২। ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউইয়র্ক যাচ্ছিল বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ টাইটানিক। প্রথম সমুদ্রযাত্রাতেই একটি আইসবার্গের সঙ্গে সংঘর্ষ হয় জাহাজটির। আটলান্টিকে ডুবে যায় টাইটানিক। এ দুর্ঘটনায় ১৫০০ জনেরও বেশি মানুষ মারা যায়। টাইটানিক ট্র্যাজেডি এখনো বিশ্ববাসীকে কাঁদায়। এখনো টাইটানিক নিয়ে কৌতূহল সবার। কী হয়েছিল টাইটানিকের, সাগরতলে সে জাহাজের ধ্বংসাবশেষে কী…