খ্যাতির শিখরে থেকেও অনেক তারকা কাটান এলোমেলো জীবন। পর্দায় নানা চরিত্র এবং সেলিব্রেটি হলেও বাস্তব জীবনেও এরা রীতিমতো জেলখাটা আসামি। নাম লিখিয়েছেন অপরাধের খাতায়। ও জি সিম্পন ওরেন্থাল জেমস ছিলেন বাফেলো বিলস ও সান ফ্রান্সিসকো ৪৯-এর জনপ্রিয় বেসবল খেলোয়াড়। তার অসংখ্য রেকর্ড ও সাফল্য থাকলেও তিনি এখন জেলখাটা আসামি। ১৯৯৫ সালে তার বিরুদ্ধে প্রথম অভিযোগ ওঠে। ১৯৯৭ সালে…