উরুয়েনা, স্পেন বইপ্রেমীরা ছোটেন লাইব্রেরি, বইয়ের দোকানে। বই হাতে পেলে আর কিছুই চাই না তাদের। সারা বিশ্বে রয়েছে বইয়ের শহর। সেগুলোর একটি স্পেনের উরুয়েনা। ২০০ মানুষের বসবাস এই শহরে। দোকান আছে ১২টি! পর্যটকদের প্রিয় বইয়ের শহরও এটি। স্পেনের মাদ্রিদ থেকে উত্তর-পশ্চিম দিকে মাত্র দুই ঘণ্টার দূরত্বে ক্যাস্টিলাই লিওন অঞ্চলে অবস্থিত এক শহর উরুয়েনা। এই শহরে জনসংখ্যা মাত্র ২০০…