Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৮ নভেম্বর, ২০১৮ ১৭:০৭

মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শামীম ওসমান
বাঁ-দিকে শামীম ওসমানের পক্ষে মনোনয়নপত্রের ফরম সংগ্রহ করছেন স্থানীয় নেতারা। ডানে শামীম ওসমান (ফাইল ছবি)

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসন থেকে মনোনয়নপত্রের ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা বর্তমান সংসদ সদস্য শামীম ওসমান।

রবিবার সকালে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিস থেকে শামীম ওসমানের পক্ষে ওই মনোনয়নপত্রের ফরম সংগ্রহ করেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগ নেতা এহসানুল হক নিপু, শামীম ওসমানের ব্যক্তিগত সচিব হাফিজুর রহমান মান্না প্রমুখ।

এই সময় নির্বাচন অফিসের পক্ষ থেকে ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান।

প্রসঙ্গত, এর আগে শামীম ওসমান কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।


বিডি-প্রতিদিন/১৮ নভেম্বর, ২০১৮/মাহবুব


আপনার মন্তব্য