৯ ডিসেম্বর, ২০১৮ ১১:৪১

৩০ ডিসেম্বরের পর 'মুখ খুলবেন' তৈমুর আলম খন্দকার

অনলাইন ডেস্ক

৩০ ডিসেম্বরের পর 'মুখ খুলবেন' তৈমুর আলম খন্দকার

তৈমুর আলম খন্দকার

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তবে শেষ মুহূর্তে এ আসনে কাজী মনিরুজ্জামান মনিরকে মনোনয়ন দেয়া হয়েছে।

এ বিষয়ে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার গণমাধ্যমকে বলেছেন, এখন আমি এ নিয়ে কোনো কথাই বলব না। আমি মুখ খুলব ৩০ ডিসেম্বরের পর। দলের চেয়ারপারসনকে জেল থেকে বের করাই এখন আমাদের একমাত্র লক্ষ্য। এ জন্য প্রয়োজন নির্বাচনে বিএনপি প্রার্থীদের বিজয়।

তিনি আরও বলেন, মনোনয়নের জন্য আমি লালায়িত নই। এর আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট শুরু হওয়ার মাত্র ৮ ঘণ্টা আগে আমাকে নির্বাচন থেকে সরে যেতে বলা হল। আমি বিনা বাক্য ব্যয়ে নির্বাচনের আগের রাত ১২টায় নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। আমার কাছে দল বড়। বরাবরই আমি দলের কথা চিন্তা করে সব ধরনের ত্যাগ স্বীকার করে আসছি। এতকিছুর পরও আমি দলীয় প্রার্থীর পক্ষেই সবাইকে কাজ করতে বলেছি।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর