Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১২ ডিসেম্বর, ২০১৮ ১৯:০৩
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৮ ২০:০২

ময়মনসিংহ-৭; মাদানীকে সমর্থন দিলেন রওশন এরশাদ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ-৭; মাদানীকে সমর্থন দিলেন রওশন এরশাদ
ফাইল ছবি

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে আওয়ামী লীগের প্রার্থী রুহুল আমীন মাদানীকে সমর্থন দিয়ে ভোটের মাঠ থেকে সড়ে দাঁড়ালেন বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ। 

বুধবার বিকেলে এ সংক্রান্ত একটি চিঠি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের কাছে দেয়া হয়েছে বলে জানা গেছে। এমন খবরে ওই নির্বাচনী এলকায় আওয়ামী নেতা-কর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে। 
জানা যায়, গত ২৫ নভেম্বর আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পান হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী। কিন্তু বেগম রওশন এরশাদ ময়মনসিংহ-৪ (সদর) থেকে মহাজোটের একক প্রার্থী থাকার পরও ত্রিশাল থেকে মনোনয়ন কিনেছিলেন। আর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও তিনি ত্রিশাল থেকে প্রত্যাহার করেননি। 
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস জানান, রওশন এরশাদ আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, মহাজোটের চূড়ান্ত প্রার্থী হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানীকে সমর্থন দেবার কথা। তবে ওই নির্বাচনী আসনে লাঙ্গল মার্কা থেকেই যাবে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন


আপনার মন্তব্য