সোমবার, ১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
হাড্ডাহাড্ডি লড়াই

আশাবাদী জেনারেল ইবরাহিম

কক্সবাজার প্রতিনিধি

আশাবাদী জেনারেল ইবরাহিম

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে নির্বাচনি প্রচারণা এখন তুঙ্গে। বাড়ছে প্রার্থীদের প্রচার-প্রচারণা ও গণসংযোগ। এ আসনে সাতজন প্রার্থী থাকলেও মূলত লড়াই হবে হাতঘড়ি ও ট্রাক প্রতীকের সঙ্গে। কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের হাতঘড়ি মার্কা এবার চমক দেখাতে পারে। অন্যদিকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান এমপি জাফর আলম। এদিকে কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের পক্ষে চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, পেকুয়া উপজেলা চেয়ারম্যান, জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা সরাসরি কাজ করছেন। প্রচার-প্রচারণায় ভিন্নতা, মেধাবী, বীর মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা হিসেবে ভোটারদের নজর কেড়েছেন তিনি। হাটহাজারী উপজেলায় বাড়ি হলেও তিনি চকরিয়া-পেকুয়ার মানুষকে আপন করে নিতে পারবেন কেউ কল্পনা করেনি। তার মেধা, প্রজ্ঞা দিয়ে ভোটারদের মন জয় ও চকরিয়া-পেকুয়া থেকে সন্ত্রাস, দুর্নীতি ও দখলবাজি দূরীকরণের প্রতিশ্রুতি ভোটাররা সাদরে গ্রহণ করছেন। অপরদিকে বর্তমান এমপি জাফর আলম ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। তিনি এমপি হওয়ার পর এলাকায় যে উন্নয়ন হয়েছে এর ধারাবাহিকতা রাখতে তিনি ট্রাক প্রতীকে ভোট চান। অন্যদিকে জাফর আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও কিছু নেতা-কর্মী ছাড়া দলের বেশির ভাগ কর্মীই তার সঙ্গে নেই।

সর্বশেষ খবর