সোমবার, ১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
হাড্ডাহাড্ডি লড়াই

গুরুত্বপূর্ণ আসনে নৌকা-ট্রাকের ভোটযুদ্ধ

ময়মনসিংহ প্রতিনিধি

গুরুত্বপূর্ণ আসনে নৌকা-ট্রাকের ভোটযুদ্ধ

ময়মনসিংহ বিভাগের গুরুত্বপূর্ণ আসন ময়মনসিংহ-৪ (সদর)। দ্বাদশ সংসদ নির্বাচন কেন্দ্র করে এ আসনে প্রতিদিনই ভোটের মাঠে উত্তাপ ছড়াচ্ছেন প্রার্থীরা। প্রার্থীদের এ উত্তাপ শেষতক ভোটারদের জন্য উৎসবে পরিণত হচ্ছে। মূলত এ আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও লড়াই হবে নৌকা আর ট্রাক মার্কায়- এমনটাই মনে করছেন ভোটাররা। প্রয়াত বাবা সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমানের রাজনৈতিক অবদানের বদৌলতে প্রথমবারের মতো নৌকা পান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত। অন্যদিকে  ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি আমিনুল হক শামীম। জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর প্রায় সব গুরুত্বপূর্ণ নেতাই স্বতন্ত্র প্রার্থী শামীমের পক্ষে কাজ করছেন। নৌকার প্রার্থী শান্তর পক্ষে হাতেগোনা কয়েকজন আওয়ামী লীগ ও যুবলীগ নেতা কাজ করছেন এবং প্রচারে অংশ নিচ্ছেন। আর এমন কান্ডে অনেকটাই বেকায়দায় আছেন শান্ত। স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের পক্ষে মাঠে নেমেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ কমিটির পদধারী নেতাদের একাংশ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন আরিফ, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ফারুক হোসেন, মহানগর যুবলীগের আহ্বায়ক শাহীনুর রহমানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সর্বশেষ খবর