রবিবার, ১১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

মনোনয়ন সংগ্রহে পিছিয়ে নেই নারীরাও

জিন্নাতুন নূর

মনোনয়ন সংগ্রহে পিছিয়ে নেই নারীরাও

জনপ্রতিনিধিত্বের লড়াইয়ে পিছিয়ে নেই নারীরাও। গত কয়েকবারের জাতীয় নির্বাচনের পরিসংখ্যান থেকে একটি বিষয় স্পষ্ট, তা হলো ধারাবাহিকভাবে নির্বাচনে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে। এবার পুরনো ও অভিজ্ঞ মুখগুলোর সঙ্গে যুক্ত হয়েছে অনেক নতুন মুখ। নিজেদের জনপ্রিয়তা কাজে লাগিয়ে নির্বাচনী লড়াইয়ে অংশ নিতে মনোনয়ন ফরম কিনেছেন দেশের পরিচিত মুখ তথা চলচ্চিত্র ও নাটকের অভিনেত্রীরাও।  

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী (ফরিদপুর-২) আসন থেকে ফরম কিনেছেন। সিনিয়র ও পুরনো প্রার্থীদের মধ্যে শেরপুর-২ আসনে লড়াইয়ের জন্য ফরম কিনেছেন বেগম মতিয়া চৌধুরী।  মুন্সীগঞ্জ-২ আসনের বর্তমান এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি, ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, লক্ষীপুর-৪ আসনের জন্য আওয়ামী লীগের ফরম কিনেছেন আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ঢাকা-১৮ আসনে যুব মহিলা লীগ সভাপতি নাজমা খাতুন, টাঙ্গাইল-৬ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। বরিশাল-৫ আসনে জেবুন্নেছা আফরোজ, বগুড়া-৫ আসনে অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস রূপা, ময়মনসিংহ-১১ আসনে মনিরা সুলতানা, গোপালগঞ্জ-১ আসনে আরিফা রহমান রুমা, জামালপুর-২ আসনে মাহজাবিন খালেদ, বরিশাল-২ আসনে সাবেক ছাত্রলীগ নেত্রী রুবিনা মীরা, ঢাকা-৫ আসনে ফরিদা ইয়াসমিন ঝুমা, কুমিল্লা-১ আসনে সেলিনা ইসলাম, ঢাকা-১৭ আসনে চলচ্চিত্র অভিনেত্রী সারাহ বেগম কবরী, ফেনী-৩ আসনে অভিনেত্রী রোকেয়া প্রাচী, মানিকগঞ্জ-২ আসনে কণ্ঠশিল্পী মমতাজ বেগম, ঢাকা-১৪ আসনে সাবিনা আকতার তুহিন,  মৌলভীবাজার-৩ আসনে সৈয়দা সায়রা মহসিন, হবিগঞ্জ-১ আসনে অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে অ্যাডভোকেট মাহফুজা বেগম সাঈদা, নওগাঁ-৩ আসনে সখিনা সিদ্দিক। এর বাইরে আসন্ন নির্বাচনে সরাসরি ভোট করাই তাদের লক্ষ্য। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মারুফা আকতার পপি আজ মনোনয়নপত্র সংগ্রহ করবেন।

সর্বশেষ খবর