বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

কে হচ্ছেন নৌকার মাঝি, কে পাবেন ধানের শীষ

এস এ আসাদ, পাবনা

কে হচ্ছেন নৌকার মাঝি, কে পাবেন ধানের শীষ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-২ (সুজানগর-বেড়া আংশিক) আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীরা ব্যাপক গণসংযোগ শোডাউনসহ নানামুখী নির্বাচনী ও দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে আসনটিতে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দল থাকলেও বিগত নির্বাচনের ফলাফল এবং নির্বাচনী মাঠের বাস্তব মতে আসনটিতে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে। ফলে আসন্ন নির্বাচনে আসনটিতে কে হচ্ছেন নৌকার মাঝি এবং কে পাচ্ছেন ধানের শীষ প্রতীক এ নিয়ে নির্বাচনী এলাকা সরগরম হয়ে উঠছে। পাবনা-২ আসনে স্বাধীনতার পর থেকে চারবার আওয়ামী লীগ, তিনবার বিএনপি ও একবার জাতীয় পার্টির প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। এই আসনের বাস্তব অবস্থা অনুযায়ী মূলত আওয়ামী লীগ ও বিএনপি শক্ত অবস্থানে রয়েছে। এলাকার সচেতন জনগণ মনে করছেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির দলীয় প্রার্থীর মধ্যেই মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে। মনোনয়ন প্রত্যাশীরা উঠান বৈঠক, বিভিন্ন জনবহুল স্থানে দলীয় নেতা-কর্মীদের নিয়ে সভাসমাবেশ, মোটরসাইকেল শোভাযাত্রা করে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দোয়া ও শুভেচ্ছা বিনিময় করছেন। বিভিন্ন স্থানে ছেয়ে গেছে মনোনয়নপ্রত্যাশীদের শুভেচ্ছার পোস্টার ও ব্যানার। দলীয় মনোনয়নের ওপর অনেকাংশেই নির্ভর করছে জয় পরাজয়। কাজেই সবার দৃষ্টি দলীয় মনোনয়নের দিকে। আওয়ামী লীগের তৃণমূল ভোটার এবং ত্যাগী নেতা-কর্মীদের মাঝে যে সব প্রার্থীদের নাম বেশি আলোচনা হচ্ছে তারা হলেন, বর্তমান এমপি খন্দকার আজিজুল হক আরজু, প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মির্জা এম এ জলিল, কামরুজ্জামান উজ্জ্বল, ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মজিবুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ-কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক বিষয়ক সদস্য আশিকুর রহমান খান সবুজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইমরাজ সিরাজ সম্রাট, বেড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ খান। এদিকে বিএনপি থেকে মনোয়নপ্রত্যাশীরা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও এ্যাবের সদস্য সচিব কৃষিবীদ হাসান জাফির তুহিন, সুজানগর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আসলাম হোসেন মণ্ডল প্রমুখ।

সর্বশেষ খবর