বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
সিলেট-২

আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশায় আনোয়ারুজ্জামান চৌধুরীর গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশায় আনোয়ারুজ্জামান চৌধুরীর গণসংযোগ

আনোয়ারুজ্জামান চৌধুরী

বিশ্বনাথ ও ওসমানীনগর এলাকা নিয়ে সিলেট-২ আসনটি নিয়ে আলোচনায় রয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য, সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান গত রবিবার আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এলাকার উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি। তৃণমূলের রাজনীতি থেকে উঠে আসা এই নেতা এরই মধ্যে এলাকায় ব্যাপক গণসংযোগ ও শোডাউন করেছেন। ভোটারদের ঘরে ঘরে পৌঁছে ভোট চাইছেন। মনোনয়নপ্রত্যাশী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘সিলেট-২ প্রবাসী অধ্যুষিত এলাকা। এই এলাকার প্রায় এক লাখ মানুষ যুক্তরাজ্যসহ বিশ্বের নানা প্রান্তে রয়েছেন। তাদের ভূমিদখল বড় একটি সমস্যা। আমি মনোনয়ন পেলে এই সমস্যার সমাধানে সচেষ্ট থাকব। এ ছাড়া এলাকাবাসীর দাবি, রাস্তা সংস্কার, আন্তর্জাতিকমানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, ট্রমা সেন্টার স্থাপন, মসজিদ-মাদ্রাসা গড়ে তোলার মতো কাজ প্রাধান্য পাবে।’ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নে বিশ্বের রোল মডেল— সেই ধারা অব্যাহত রাখার শপথ নিয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের হাত শক্তিশালী করতে তার নির্দেশমতই কাজ করব আমি।’ আনোয়ারুজ্জামান চৌধুরী মনোনয়নপত্র কেনার পর থেকেই এলাকায় আলোচনার ঝড় উঠেছে।  জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুতফর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ন ম শফিকুল হক, মুক্তিযোদ্ধা কবিরউদ্দিন আহমদ,  বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহিবুর রহমান, বালাঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফুর রহমান মবুর, জেলা আওয়ামী লীগের সদস্য আবদাল মিয়া, জেলা যুবলীগের প্রেসিডেন্ট শামিম আহমদ, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ওসমানী জেলা যুবলীগের সভাপতি আনা মিয়া, সাধারণ সম্পাদক আলতাবুর রহমান সোহেল, বিশ্বানাথ স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি অ্যাডভোকেট সিরাজ, বিশ্বানাথ যুবলীগে প্রেসিডেন্ট আশিক আলী,  ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেনসহ স্থানীয় জনগণ ও নেতা-কর্মীরা তার পক্ষে ইতিমধ্যে প্রচারণা ও মিছিলে অংশ নিচ্ছেন।

সর্বশেষ খবর