বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোট রঙ্গ

মজা হিরো আলমে

বগুড়া-৪

নিজস্ব প্রতিবেদক

মজা হিরো আলমে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন হিরো আলম খ্যাত নবাগত বলিউড অভিনেতা আশরাফুল হোসেন আলম। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির ‘লাঙ্গল’ মার্কার প্রার্থী হচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগের মাধ্যমে এই সময়ে ব্যাপক আলোচিত তিনি। তার হাতে মনোনয়ন ফরম তুলে দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) সংসদীয় আসনে লাঙ্গল মার্কা নিয়েই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন নবাগত বলিউড অভিনেতা। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়ে যায়। হিরো আলম একাদশ সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের কাছে প্রাধান্য পাবেন বলে দাবি করেছেন নেটিজেনরা। সম্প্রতি সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন হিরো আলম। এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে আলোচনায় আসেন এই বলিউড অভিনেতা। হিরো আলম বলেন, ‘প্রথম দিকে বগুড়া-৬ সদর আসনে নির্বাচন করার কথা বলেছিলাম। বগুড়া-৪ আসনে আমার গ্রহণযোগ্যতা বেশি। যে কারণে সেখান থেকেই নির্বাচন করব। হুসেইন মুহম্মদ এরশাদকে ভালো লাগে। জাতীয় পার্টি মানুষকে কথা দিলে রাখে। এ জন্য লাঙ্গলের প্রার্থী হতে চাই আমি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর