শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
ঢাকা-১৭

ঘরের ছেলে ওয়াকিলকে নৌকায় চায় আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

ঘরের ছেলে ওয়াকিলকে নৌকায় চায় আওয়ামী লীগ

ওয়াকিল উদ্দিন

দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগের হাতছাড়া গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাসানটেক থানা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন। হয় বিএনপির কাছে দলীয় প্রার্থীর পরাজয় বা জোটের কারণে ‘সমঝোতায়’ নিজ দলের এমপি পাননি স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। ফলে ‘অভিভাবকহীন’ রাজধানীর ভিআইপি আসনটিতে এবার নিজ দলের প্রার্থী চায় আওয়ামী লীগ। এজন্য দলের জাতীয় কমিটির সদস্য ঢাকা মহানগরী উত্তর আওয়ামী লীগের অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওয়াকিল উদ্দিনের পক্ষে একাট্টা হয়েছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তারা দাবি করছেন, আর পরের ছেলে নয়, এবার ঘরের ছেলে চাই। জোটগতভাবে যাকেই প্রার্থী করা হয় তার জন্য আওয়ামী লীগকেই সব কাজ করতে হয়। সে কারণে আর অভিভাবকহীন হয়ে থাকতে চান না তারা। ২০০১ সাল থেকে এ পর্যন্ত এ আসনে আওয়ামী লীগের কোনো সংসদ সদস্য না থাকায় অভিভাবকশূন্য এ আসনের নেতা-কর্মীদের বিপদে-আপদে সর্বদা পাশে থাকেন আলহাজ মো. ওয়াকিল উদ্দিন। সে কারণে তাকেই এবার প্রার্থী হিসেবে দেখতে চান তারা। এ প্রসঙ্গে ঢাকা-১৭ আসনের ভাসানটেক থানা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিন বলেন, ‘দীর্ঘদিন এ আসনে আওয়ামী লীগের এমপি না থাকায় দলীয় নেতা-কর্মীরা নানা ক্ষেত্রে উপেক্ষিত। এলাকার সাধারণ মানুষও নাগরিক সুবিধা বঞ্চিত। এজন্য আমরা এবার আওয়ামী লীগের প্রার্থী দেওয়ার জন্য দলীয় হাইকমান্ডের কাছে অনুরোধ করছি। প্রার্থী হিসেবে কর্মীবান্ধব নেতা ওয়াকিল ভাইকেই আমরা চাচ্ছি। তিনি বিপদে-আপদে নেতা-কর্মীদের পাশে থাকেন, খোঁজখবর রাখেন।’

ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, ‘নেতা-কর্মীদের সঙ্গে সব বিষয়ে আলোচনা ও সার্বিক সহযোগিতা দিয়ে আমাদের সংঘবদ্ধ রেখেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী ওয়াকিল ভাই। আগামী নির্বাচনে ওয়াকিল ভাইকে মনোনয়ন দেওয়ার জন্য দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের প্রাণের দাবি।’

বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন বলেন, ‘আমরা দলীয় প্রার্থী চাই। এর আগে চেয়েও পাইনি। এখানে হায়ার করা মানুষকে প্রার্থী করা হয়েছে। অন্য দলের যাদের এমপি বানিয়েছি তারা কেউ আমাদের দলের নেতা-কর্মীদের চেনেনও না, খোঁজখবরও নেন না। সত্যিকার অর্থেই এখানকার কর্মীরা উপেক্ষিত।’

গুলশান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ বলেন, ‘আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, কেন্দ্রভিত্তিক কমিটি গঠনের কাজ চলছে। আগামী নির্বাচনে আমরা ওয়াকিল উদ্দিন ভাইকে ঢাকা-১৭ আসনের প্রার্থী হিসেবে চাই।’

আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে ওয়াকিল উদ্দিন বলেন, ‘দীর্ঘদিন ধরেই এ এলাকার নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক। বিগত কয়েক মেয়াদে এ আসনে আমাদের দলের এমপি নেই। ফলে নেতা-কর্মীদের দাবি এখানে আওয়ামী লীগের প্রার্থী। আমি মাঠ গোছানোর কাজ করছি এবং দীর্ঘ ১৮ বছর যাবত এ এলাকার নেতা-কর্মীদের সুখে-দুঃখে সর্বদা পাশে থেকেছি ও থাকব। আশা করি আমার কাজের মূল্যায়ন করে মানবতার জননী আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-১৭ আসনের জন্য আমাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে এ আসনটি মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিতে পারব।’

সর্বশেষ খবর