শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

আওয়ামী লীগের ভয়াবহ গ্রুপিং ঘিরে বরগুনা-২ আসন চায় জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের ভয়াবহ গ্রুপিং ঘিরে বরগুনা-২ আসন চায় জাতীয় পার্টি

আলহাজ মিজানুর রহমান

এরই মধ্যে জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বরগুনা-২ আসনে দলের ভাইস চেয়ারম্যান আলহাজ মিজানুর রহমানকে সঙ্গে নিয়ে গত সপ্তাহে বিশাল শোডাউন করেছেন। এ সময় দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সভায় এরশাদ ঘোষণা দেন মিজানুর রহমান মহাজোটের প্রার্থী। এরপরই তিনি আলোচনায় আসেন। এর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী বড় অংশও এলাকায় পরিবর্তন চায়। অন্যদিকে শিল্পপতি মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ইনশাআল্লাহ এই আসন মহাজোটকে উপহার দেব। আমি দীর্ঘদিন থেকে এলাকায় কাজ করছি। ভোটে জিতলে বামনা, পাথরঘাটা ও বেতাগী এলাকার রাস্তাঘাটের স্কিম প্রস্তুত করে মন্ত্রণালয় থেকে অনুমোদন করানোর যাবতীয় আর্থিক খরচ আমি নিজে বহন করে এলাকার উন্নয়নে কাজ করব ইনশাআল্লাহ। ওই এলাকায় যারা পানির সমস্যায় ভুগছেন সেখানে টিউবওয়েল বসানোর ব্যবস্থা করব। এলাকার গরিব-দুঃখী মানুষের বিপদে-আপদে সর্বদা পাশে থাকব। যেসব এলাকায় এখনো বিদ্যুৎ পৌঁছেনি সেসব এলাকায় আমি বিদ্যুতের সুব্যবস্থা করব। আমি থাকাকালীন অবস্থায় যত সরকারি সুযোগ সুবিধা পাব তা যথাযথভাবে জনগণের মাঝে বিতরণ করার সুব্যবস্থা করব।

সর্বশেষ খবর