শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
কুমিল্লা-৬

মনোনয়ন চান কাউসার জামান বাপ্পী

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

মনোনয়ন চান কাউসার জামান বাপ্পী

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাউসার জামান বাপ্পী। তিনি এবার একাদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (সদর) আসনে বিএনপি থেকে মনোনয়ন চেয়েছেন। তরুণ এই নেতা দীর্ঘদিন থেকে সমাজসেবায় জড়িত। তার পিতা মরহুম আলহাজ নুরুল হকও ছিলেন একজন সমাজসেবক ও দানবীর। পিতার মতো তিনিও আলহাজ নুরুল হক ফাউন্ডেশনের ব্যানারে সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন। এবিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি কাউসার জামান বাপ্পী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি মনোনয়ন পেলে কুমিল্লায় নতুন দিনের সূচনা করতে পারবেন বলে মনে করেন তার সমর্থকরা। তারা মনে করেন, ক্লিন ইমেজের বাপ্পী নেতৃত্বে এলে মানুষের কল্যাণে নিজেকে আরও বেশি নিয়োজিত করতে পারবেন। গড়তে পারবেন সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদকমুক্ত সমাজ। কাউসার জামান বাপ্পী বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ কয়েকটি দাবিতে বিএনপি নির্বাচনে যাচ্ছে। আমাদের দাবি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। মানুষ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে মুখিয়ে আছে। আশা করি নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। তিনি আরও বলেন, আমি দলের কাছে মনোনয়ন চেয়েছি। মনোনয়ন পেলে কুমিল্লা সদর আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেব।

সর্বশেষ খবর