শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
সিলেট-৬

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন জাহাঙ্গীর

সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াবেন বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন মিয়া মিলু। ভোটারদের সমর্থন আদায়ের লক্ষ্যে গ্রাম এলাকা চষে বেড়াচ্ছেন তিনি। কোনো দলীয় মনোনয়নের প্রত্যাশা নয়, বলছেন জনগণের সমর্থন নিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথা। সিলেট-৬ আসনের বর্তমান সংসদ সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আগামী জাতীয় নির্বাচনেও নুরুল ইসলাম নাহিদ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনের ময়দানে লড়বেন তরুণ এই উদ্যোক্তা। শুধু তাই নয়, বিএনপি এবং জামায়াত থেকে মনোনয়নপ্রত্যাশী আরও অনেকের প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন জাহাঙ্গীর হোসেন মিয়া। আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার তালিকায় রয়েছেন সাবেক সংসদ সদস্য সৈয়দ মকবুল হোসেনও। লেভেল প্লেয়িং ফিল্ড হলে নির্বাচনে লড়াইটা জমবে বলেও বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসী আশাবাদ ব্যক্ত করছেন। নির্বাচনী ময়দানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দারুণ কৌশলে এগোচ্ছেন জাহাঙ্গীর।

সর্বশেষ খবর