শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
নেত্রকোনা-১

শিল্প এলাকা বানাতে চান রুহী

নেত্রকোনা প্রতিনিধি

শিল্প  এলাকা বানাতে চান রুহী

নেত্রকোনা-১ আসনটি  পর্যটনের দাবি রাখে। গুরুত্বপূর্ণ এই আসনটির দুর্গাপুরে আছে খনিজ সম্পদ। কলমাকান্দাতেও রয়েছে বালু পাথর।  স্বাধীনতার ৪৭ বছরেও এই এলাকার  তেমন উন্নয়ন ঘটেনি। এই দুই উপজেলা ছিল সব সময় অবহেলিত। তিন বারের আওয়ামী লীগের এমপি ছিলেন মুক্তিযোদ্ধা জালাল তালুকদার। তারপরেও দীর্ঘদিনের শুকনাকুড়ি এলাকার দুর্ভোগ যেন ছিল অসহনীয়। বিএনপির আমলও একইভাবে বিদাই হলো। ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের সাবেক ভিপি জনপ্রিয় সাবেক ছাত্রলীগ নেতা মোশতাক আহমেদ রুহী এ আসনটির সংসদ সদস্য। তিনি নিজ দায়িত্বে মামলাসহ নানা জটিলতাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কাঙ্ক্ষিত শুকনাকুড়ি সেতুসহ শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের কাজ করে তখনকার মতো দুর্ভোগ লাঘব করে দেন। এতে তিনি আরও জনপ্রিয় হয়ে ওঠেন এলাকাবাসীর কাছে। এখনো এই জনপদের মানুষের দাবি তাদের জনপ্রিয় নেতাকে আবারও পেলে এলাকার বাকি কাজটুকু তারা সম্পন্ন করতে পারবেন। পাহাড়ি জনপদের সাধারণ খেটে খাওয়া মানুষ মনে করেন রুহী এই এলাকাকে শিল্পের শহর বানাতে পারবেন। সৃষ্টি হবে কর্মসংস্থানের।

সর্বশেষ খবর