বুধবার, ২১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ইলিয়াসের আসনে প্রার্থী হতে চান পুত্র আবরার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ইলিয়াসের আসনে প্রার্থী হতে চান পুত্র আবরার

ব্যারিস্টার আবরার ইলিয়াস

২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে মধ্যরাতে ‘নিখোঁজ’ হওয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর আসনে এবার প্রার্থী হতে চান তার বড় ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস। সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। ২০১২ সালে ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আবরার। সম্প্রতি ব্যারিস্টার হয়ে দেশে ফিরেছেন তিনি। ছেলে আবরার ছাড়াও আসনটিতে বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লুনাই বিএনপির প্রার্থী হচ্ছেন বিষয়টি অনেকটা নিশ্চিত হলেও ছেলে আবরারের মনোনয়ন চাওয়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে বিএনপি সংশ্লিষ্টদের ধারণা, আবরার ইলিয়াস মূলত ডামি প্রার্থী হিসেবেই দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সিলেট-২ আসনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনাই প্রার্থী হবেন। তার সঙ্গে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেবেন আবরার ইলিয়াসও। যদি কোনো কারণে লুনা নির্বাচনে অংশ নিতে না পারেন, তবে আবরার নির্বাচনী মাঠে প্রার্থী হিসেবে লড়বেন। এ আসনে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছিলেন ইলিয়াস আলী।

সর্বশেষ খবর