বুধবার, ২১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

মনোনয়নপ্রত্যাশী বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক

নীলফামারী প্রতিনিধি

মনোনয়নপ্রত্যাশী বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক

মিনহাজুল ইসলাম মিনহাজ

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) শিক্ষাজীবন শেষে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সেক্রেটারিয়েট পদে যোগ দেন। সেখানে কাজ করার সুবাদে বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক পদে আসীন হন মিনহাজুল ইসলাম মিনহাজ। এ বিষয়ে বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ বলেন, ‘দেশের মানুষের সেবায় তরুণ প্রজন্মের নেতৃত্বের প্রয়োজনীয়তা অনুভব করেছি। সেই কারণে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। বিগত দিনে যারা নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ছিলেন তারা এলাকার জন্য তেমন উন্নয়ন করেননি। আমি নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়ে এলাকার উন্নয়ন ঘটিয়ে নিজের এলাকাকে দেশ এবং বিশ্বের কাছে মডেল হিসেবে তুলে ধরতে চাই। সে লক্ষ্যে আমি একজন খেলোয়াড় হিসেবে ক্রীড়ার মাধ্যমে জেলার মান উন্নয়নে কাজ শুরু করেছি। বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদকের দায়িত্বে থেকে নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামকে বসুন্ধরা কিংসের হোম ভেনুতে পরিণত করেছি। সে উদ্যোগে ইতিমধ্যে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ভেনুটিতে।’ মিনহাজুল ইসলাম মিনহাজের বাড়ি সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কাশিরাম গ্রামে। তার বাবা আবদুল জলিল একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী।

 

সর্বশেষ খবর