বুধবার, ২১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
সাতক্ষীরা-২

দলীয় টিকিট নিশ্চিত করতে শেষ চেষ্টা ড. কাজী ইরতেজা হাসানের

মনিরুল ইসলাম মনি, সাতক্ষীরা

দলীয় টিকিট নিশ্চিত করতে শেষ চেষ্টা ড. কাজী ইরতেজা হাসানের

ড. কাজী ইরতেজা হাসান

আওয়ামী লীগের দলীয় টিকিট নিশ্চিত করতে কেন্দ্রীয় নেতা ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ড. কাজী ইরতেজা হাসান। তিনি দৈনিক ভোরের পাতা ও পিপলস টাইমসের সম্পাদক ও এফবিসিসিআইয়ের পরিচালক এবং ইরান বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য এবং ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য। তার লিফলেট ও পোস্টারে রাজধানী ঢাকা শহরের অলিগলি ছেয়ে আছে। সাতক্ষীরা সদর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী তিনি। এলাকাতেও প্রচার বিলবোর্ড ছিল উল্লেখযোগ্য কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক সেগুলো খুলে ফেলা হয়েছে। ধর্ম ও ইসলাম প্রচারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা শীর্ষক বই এবং তার সম্পাদিত দৈনিক ভোরের পাতায় ধারাবাহিক প্রতিবেদন লিখে অল্প দিনে শীর্ষ নেতাদের নজর কাড়েন। দলীয় মনোনয়নও ক্রয় করেছেন তিনি। ইতিমধ্যে সাতক্ষীরা সদর থানার সামনে নৌকার পক্ষে নির্বাচনী একটি ব্যক্তি অফিস খুলেছেন তিনি। সেখানে তার বড় ভাই সাবেক জেলা ছাত্রলীগের তুখোড় ছাত্রনেতা হেদায়েত হোসেন রাজ তার নেতৃত্বে কর্মীবাহিনী নিয়ে এলাকায় কাজ করছেন। ড. কাজী এরতেজা হাসানের মতে, ছাত্রজীবন থেকে মসজিদে মসজিদে ইবাদত করতে করতে সারা জীবন কাটিয়ে আসছি। জামায়াত অধ্যুষিত সাতক্ষীরায় ২০ হাজারের মতো তাবলিগ জামায়াতের ভোট রয়েছে। আললে হাদিসের ভোট রয়েছে আরও প্রায় ৪০ হাজার। আমি মনে করি দল আমাকে মনোনয়ন দিলে দলীয় ভোটের সঙ্গে প্রার্থী হিসেবে ওই ভোট অনায়াসে যুক্ত হবে। সে ক্ষেতে নৌকার বিজয় নিশ্চিত হওয়া সম্ভব বলে তিনি মনে করেন।

 

সর্বশেষ খবর