বুধবার, ২১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বাবা-মেয়ে প্রতিদ্বন্দ্বী

নাটোর প্রতিনিধি

বাবা-মেয়ে প্রতিদ্বন্দ্বী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনে (বড়াইগ্রাম-গুরুদাসপুর) মনোনয়ন পাওয়ার জন্য বর্তমান সংসদ সদস্য আবদুল কুদ্দুসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মেয়ে কোহেলী কুদ্দুস মুক্তি। এ আসন থেকে নির্বাচন করতে এবার বাবা-মেয়েসহ আওয়ামী লীগের নয়জন, বিএনপির সাতজন, জাতীয় পার্টির দুজন এবং জাসদের একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জাসদ দলীয় সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, নাটোর-৪ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণে আওয়ামী লীগের মনোনয়ন কিনেছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবদুল কুদ্দুস, তার মেয়ে কেন্দ্রীয় যুব-মহিলা লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট আরিফুর রহমান সরকার, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, গুরুদাসপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সরকার, গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র শাহনেওয়াজ মোল্লা, বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, রাকসুর সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা এবং বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু।

 

সর্বশেষ খবর