বুধবার, ২১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
টাঙ্গাইল-২

ডজনেরও বেশির মধ্যে এগিয়ে আছেন রোমেল

টাঙ্গাইল প্রতিনিধি

ডজনেরও বেশির মধ্যে এগিয়ে আছেন রোমেল

খন্দকার মশিউজ্জামান রোমেল

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী এক ডজনেরও বেশি। স্থানীয়দের মতে, এদের মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে আছেন খন্দকার মশিউজ্জামান রোমেল। তার বাবা কয়েকবারের সফল এমপি খন্দকার আসাদুজ্জামান। তিনি সরকারের উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা বজায় রেখে গোপালপুর ও ভূঞাপুরে ব্যাপক উন্নয়নমূলক কাজ করায় এলাকাবাসী আসন্ন সংসদ নির্বাচনে তার ছেলে রোমেলকে এমপি হিসেবে চাচ্ছেন। চাচ্ছেন গোপালপুর ও ভূঞাপুর আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীরাও। খন্দকার মশিউজ্জামান রোমেল (সিআইপি) দলের তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে তার নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালাচ্ছেন। সূত্র জানায়, রোমেল ছাড়া অন্য কোনো প্রার্থীকে নৌকা প্রতীকে দল মনোনীত করলে এ আসনটি হাতছাড়া হয়ে বিএনপির দখলে চলে যাওয়ার আশঙ্কা। এ আসনটিতে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন সাবেক উপমন্ত্রী ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি আবদুস সালাম পিন্টুর ছোট ভাই যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক একাধিক মামলার কারাবন্দী সালাউদ্দিন টুকু, ব্যবসায়ী ফকির মাহাবুব আনাম স্বপন, ভূঞাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা ও পৌরসভার চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল খালেক মণ্ডলসহ আটজন। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির, গোপালপুর উপজেলা চেয়ারম্যান মো. ইউনুছ ইসলাম তালুকদার ঠাণ্ডুসহ ১৭ জন নৌকা প্রতীকের মনোনয়নপ্রত্যাশী। গত ১৮ নভেম্বর ছোট মনিরের সমর্থকরা তিনি ‘মনোনীত হয়েছেন’ গুজব ছড়িয়ে ভূঞাপুর ও গোপালপুরে মিষ্টি বিতরণ করায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

সর্বশেষ খবর