সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

দুই আসনে লড়বেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

দুই আসনে লড়বেন শেখ হাসিনা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই আসনে লড়বেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জন্মস্থান গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালিপাড়া) এবং শ্বশুরবাড়ি রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে নির্বাচন করবেন তিনি।

গতকাল সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনীতদের হাতে মনোনয়ন চিঠি তুলে দেওয়া শুরু হয়। দলীয় সভানেত্রী শেখ হাসিনার পক্ষে চিঠি দুটি নেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আসন্ন এ নির্বাচনের জন্য ৯ নভেম্বর থেকে মনোনয়ন পত্র বিক্রি শুরু করে আওয়ামী লীগ। ওই দিন শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র ক্রয় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রসঙ্গত, এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে এই দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। পরবর্তীতে রংপুরের পীরগঞ্জ আসনটি ছেড়ে দেন ড. শিরীন শারমিন চৌধুরীকে। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও রংপুরের পীরগঞ্জের আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সর্বশেষ খবর