সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
টাঙ্গাইল-৪

স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আবদুল লতিফ সিদ্দিকী

মো. নাসির উদ্দিন, টাঙ্গাইল

স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আবদুল লতিফ সিদ্দিকী

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। তিনি গতকাল সকালে তার কালিহাতী বাসভবনে জনাকীর্ণ পরিবেশে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন। লতিফ সিদ্দিকী বলেন, আমি জনগণের পক্ষে কথা বলতে এসেছি। আমার নিজের পক্ষে কথা বলতে এসেছি। ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর আমি যখন সংসদ থেকে পদত্যাগ করি তখন আমার প্রথম কথা ছিল আমি একজন মুসলিম, আমি আওয়ামী লীগার। বিশেষ কারণে আমি দল থেকে বহিষ্কৃত হয়েছি। দলের এই বহিষ্কার আমি আনন্দের সঙ্গে গ্রহণ করেছি। ভুল ব্যাখ্যার কারণেই হোক আর যে কোনো কারণেই হোক জনগণ ক্ষুব্ধ হয়েছিল। জনগণের হৃদয়ে আঘাত লেগেছিল বলেই নেত্রী শেখ হাসিনা মনে করেছেন আবদুল লতিফ সিদ্দিকীকে আওয়ামী লীগে রাখলে বাংলার জনগণের ক্ষতি হবে। স্বার্থের হানি হবে। তাই তিনি আমাকে দল থেকে বের করে দিয়েছেন। আমি তা সাদরে গ্রহণ করেছি। আমি এখনো নিজেকে আওয়ামী লীগার মনে করি। আমি এই বয়সে কোথায় যাব!

তিনি আরও বলেন, ঐক্যফ্রন্ট থেকে কাদের সিদ্দিকী আমাকে ডাক দিয়ে বলেছিল— আপনি যদি আমাদের সঙ্গে না আসেন তাহলে আপনার বিরুদ্ধে আমরা প্রার্থী দেব। আমি আওয়ামী লীগের বিরুদ্ধে নই। আমি এসেছি ঐক্যফ্রন্টের বিরুদ্ধে। যারা বঙ্গবন্ধুর হত্যার বেনিফিসিয়ারি, যারা স্বাধীনতার পরাজিত শক্তি, খুনি, রাজাকার তাদের বিরুদ্ধে। যারা শোষক, শাসক অত্যাচারিত তাদের বিরুদ্ধে আমি আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি আওয়ামী লীগের বিরুদ্ধে নই, শেখ হাসিনার বিরুদ্ধে নই। এখানে আওয়ামী লীগে যারা আছে তাদের মধ্যে বিভেদ ও দ্বন্দ্ব কাজ করছে। তার মধ্যে ঐক্য সাধনের জন্য আমি ৪০ বছর ঐক্য রক্ষা করেছি। আমার ধারণা আমি এবারও ঐক্য রক্ষা করতে পারব।

সর্বশেষ খবর