সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ঢাকা নয়, নড়াইল থেকে মনোনয়ন পেলেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা নয়, নড়াইল থেকে মনোনয়ন পেলেন মাশরাফি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা নয়, নড়াইল থেকেই মনোনয়ন পেলেন জাতীয় ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা। চূড়ান্ত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া শুরু করেছে আওয়ামী লীগ। এর আগে গত ১ নভেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছ থেকে মনোনয়ন ফরম নেন তিনি। দলীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মাশরাফিকে মনোনয়নের চিঠি দেওয়া হয়। জানা গেছে, ইতিমধ্যে এলাকায় জনকল্যাণমূলক কাজে নিজেকে জড়িয়ে ফেলেছেন মাশরাফি। নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজা নড়াইল-২ আসন থেকে মনোনয়ন পাওয়ায় লোহাগড়ায় ছাত্রলীগ আনন্দ মিছিল করেছে। এদিকে গত বৃহস্পতিবারই দুপুর ১২টার দিকে শহরের লক্ষ্মীপাশাস্থ পৌর আওয়ামী কার্যালয় থেকে মাশরাফির পক্ষে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সী জোসেফ, সাধারণ সম্পাদক এম এম রাশেদ হাসান ও শরিফুল ইসলাম প্রমুখ। বক্তারা ক্রিকেট তারকা মাশরাফির মনোনয়নে উচ্ছ্বাস প্রকাশ করে তাকে বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে নেতা-কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। উল্লেখ্য, গত মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নড়াইল-২ আসনে মাশরাফি বিন মর্তুজার মনোনয়নের খবরটি নিশ্চিত করেন।

সর্বশেষ খবর