বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
ছয়টি আসনে জোটের ১১ প্রার্থী

খুলনায় বিএনপির কৌশলী অবস্থান!

সামছুজ্জামান শাহীন, খুলনা

একাদশ সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনে কৌশলী অবস্থান নিয়েছে বিএনপি। খুলনা-৩, ৪, ৫ ও ৬ আসনে বিএনপির একাধিক প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। সেই সঙ্গে ২০ দলীয় জোটের শরিক জামায়াতের দুই প্রার্থী খুলনা-৫ ও ৬ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ফলে প্রার্থী মনোনয়ন নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে রয়েছে টানাপড়েন। বিএনপি নেতারা বলছেন, প্রার্থীদের নামে থাকা মামলা, কেউ যদি ঋণখেলাপি হয়ে থাকেন এবং বিদ্রোহী প্রার্থী ঠেকাতে এই কৌশল নেওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত প্রতিটি আসনে সমঝোতা করে একজন প্রার্থীই থাকবেন। গতকাল মনোনয়ন দাখিলের শেষ দিনে বিএনপি জোটের পক্ষে মনোনয়ন দাখিল করেন খুলনা-১ আসনে আমীর এজাজ খান, খুলনা-২ নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ রকিবুল ইসলাম বকুল ও আরিফুর রহমান মিঠু, খুলনা-৪ আজিজুল বারী হেলাল ও শরীফ শাহ কামাল তাজ, খুলনা-৫ আসনে ডা. গাজী আবদুল হক, ড. মামুন রহমান ও মিয়া গোলাম পরওয়ার (জামায়াত), খুলনা-৬ এস এম শফিকুল আলম মনা ও আবুল কালাম আজাদ (জামায়াত)। মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, গত ১২ বছরে বিএনপি-জামায়াতের নেতাদের প্রত্যেকের নামে মামলা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে সরকার আদালতকে ব্যবহার, অনেক নেতার নামে থাকা মামলাগুলোর শুনানি পিছিয়ে জামিন বাতিল করা হচ্ছে। নির্বাচনের আগে কোনো প্রার্থীর সাজা হলে বা কেউ কারাগার থেকে মুক্ত না হতে পারলে, সেখানে বিকল্প প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে। খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি রকিবুল ইসলাম বকুল বলেন, কৌশলগত কারণে প্রতিটি আসনে একাধিক প্রার্থী দেওয়া হয়েছে। অপরদিকে খুলনা-৫ ও ৬ আসন জামায়াতকে ছেড়ে দেওয়া হয়েছে দাবি করেছেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার।

সর্বশেষ খবর