শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
চট্টগ্রাম

দুই আসনে ভিন্ন জোটে অভিন্ন সংকট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অভিন্ন সংকটে পড়েছে ভিন্ন দুই জোট। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে মহাজোটের প্রার্থী এবং চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ২০-দলীয় জোটের প্রার্থী মনোনয়ন নিয়ে অভিন্ন সংকটে পড়েছে দুই জোট। এ দুই আসনে শেষমুহূর্তে প্রার্থী নির্বাচনে ভুল করলে সিট হারাতে হতে পারে দুই জোটকে এমন আশঙ্কা দুই জোটের তৃণমূলের নেতা-কর্মীদের। প্রার্থী হিসেবে নিজ নিজ দলের নেতাদের মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন তারা। চট্টগ্রাম বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসন। এ আসনে বিগত ১০টি জাতীয় সংসদ নির্বাচনে ৬ বারই বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা। এবার বিএনপি থেকে এ আসনে নির্বাচন করার জন্য দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সাবেক হুইপ ও হাটহাজারী আসনের চারবারের নির্বাচিত এমপি প্রয়াত সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা ব্যারিস্টার শাকিলা ফারজানাকে। কিন্তু জোটগত সমীকরণ ও হাটহাজারীর দলীয় কোন্দল ঠেকাতে এবার জোট থেকে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে শেষমুহূর্তে সমর্থন দিতে পারে। ইবরাহিমের অনুসারীদের দাবি, ‘নির্বাচনে তাকে সমর্থন দেওয়ার বিষয়ে জোট থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে।’ এতেই চরম অসন্তোষ দেখা দিয়েছে বিএনপির তৃণমূলে। মেজর জেনারেল (অব.) ইবরাহিমক আসন থেকে মনোনয়ন দেওয়া হলে তার বিপক্ষে গিয়ে কাজ করার ঘোষণা দিয়েছে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরা। চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক নুরুল হুদা সোহেল বলেন, ‘এ আসনে বিএনপির প্রার্থীরা বার বার নির্বাচিত হয়েছেন। আসনটি পুনরুদ্ধার করার জন্য বিএনপির প্রার্থীই দরকার। আশা করি জোটের নেতারা বিষয়টি মাথাই রেখে প্রার্থী নির্বাচন করবেন।’ চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি বলেন, ‘হাটহাজারী আসনে বিএনপি নেতাদের বাইরে যদি কাউকে প্রার্থী নির্বাচন করা হয় তাহলে এ সিটটি হারাবে জোট। তাই বিএনপির কাউকে মনোনয়ন দেওয়ার দাবি করছি।’ জোটগত সমীকরণে এবার চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে মনোনয়ন পেয়েছেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী। তাকে মনোনয়ন দেওয়ার পর ফুঁসে উঠেছে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এরই মধ্যে নজিবুল বশর মাইজভাণ্ডারীর বিপক্ষে অবস্থান নিয়ে ওই আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর