শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
চাঁপাইনবাবগঞ্জ

আওয়ামী লীগে চাঙ্গাভাব, দ্বৈত প্রার্থীতে বিএনপিতে দ্বন্দ্ব

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় তিনটি আসনে একক প্রার্থী ঘোষণা করায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার প্রচেষ্টা লক্ষ্য করা গেছে। অন্যদিকে বিএনপি জেলার একটি আসন ছাড়া অন্য দুটিতে দুজন করে প্রার্থীর নাম ঘোষণা করায় দ্বিধাবিভক্তি দেখা দিয়েছে। এমনিতেই দলটিতে দুটি ধারা বিরাজমান।

এদিকে বিএনপি চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান আলী মিয়া ও বিশিষ্ট ব্যবসায়ী বেলাল ই বাকী ইদ্রীসী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জেলা সভাপতি আলহাজ মো. আমিনুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক এমপি মো. হারুনর রশিদ হারুন ও ব্যবসায়ী নেতা মো. আবদুল ওয়াহেদের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। ফলে চাঁপাইনবাবগঞ্জ-১ ও ৩ আসনে দলীয় কোন্দল চরম রূপ নিতে শুরু করেছে। কারণ হারুনুর রশিদ হারুন, মো. আবদুল ওয়াহেদ, অধ্যাপক শাহজাহান মিয়া ও বেলাল ই বাকী    ইদ্রীসী নিজেদের প্রার্থিতা করা বলতে গিয়ে একে অন্যের কুৎসা করছেন এবং নিজেকেই যোগ্য ও একমাত্র প্রার্থী  বলে দাবি করছেন। ফলে দলের নেতা-কর্মীরা পড়েছেন দ্বন্দ্বে। আর চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে প্রার্থিতা ও আন্দোলন-সংগ্রাম  নিয়ে নিজেদের মধ্যে চরম গ্রুপিং রয়েছে। এতে বিএনপির ভোটাররা রয়েছেন দ্বিধাদ্বন্দ্বে।

সর্বশেষ খবর