শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ময়মনসিংহ

বিদ্রোহীর ছড়াছড়ি আওয়ামী লীগে

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে ৮টিতে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের ১৪ প্রার্থী। এর মধ্যে সবচেয়ে বেশি ৮টি মনোনয়ন জমা পড়েছে গৌরীপুর-৩ আসনে। আর হালুয়াঘাট-ধোবাউড়া, সদর, নান্দাইল, গফরগাঁও ও ভালুকায় একজন করে এবং ঈশ্বরগঞ্জে দুজন আওয়ামী লীগ প্রার্থী স্বতন্ত্র হয়ে মনোনয়ন জমা দিয়েছেন।

এ অবস্থায় প্রতিদিনই কোনো না কোনো আসনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিষোদ্গার করে মানববন্ধন, আলোচনা সভা ও বিক্ষোভ করছেন স্বতন্ত্র প্রার্থীরা। দলীয় নেতারা বলছেন, এতে করে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিরোধ যেমন বাড়ছে তেমনি আসন হারানোর আশঙ্কাতেও রয়েছেন মনোনয়ন পাওয়া প্রার্থীরা। তাদের মতে, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়ন জমা দেওয়া শেখ হাসিনাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সমান। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) থেকে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) থেকে ডা. মতিউর রহমান, এ কে এম আবদুর রফিক, আলী আহম্মদ খান পাঠান সেলভী, নাজনীন আলম, শরীফ হাসান অণু, মোর্শেদুজ্জামান সেলিম ও  গোলাম মোস্তফা বাবুল, ড. সামিউল আলম লিটন, ময়মনসিংহ-৪ (সদর) থেকে আমিনুল হক শামীম, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) থেকে মাহমুদ হাসান সুমন, ময়মনসিংহ-৯ (নান্দাইল) থেকে মেজর জেনারেল (অব.) আবদুস সালাম, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) থেকে মো. ওবায়দুল্লাহ আনোয়ার বুলবুল এবং ময়মনসিংহ-১১ (ভালুকা) থেকে আশরাফুল হক জজ মনোনয়ন জমা দিয়েছেন।

সর্বশেষ খবর