শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আলোচনায় চাচা-ভাতিজা নাকি অন্য কেউ

দিনাজপুর প্রতিনিধি

আলোচনায় চাচা-ভাতিজা নাকি অন্য কেউ

দিনাজপুর-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতায় মহাজোট-ঐক্যফ্রন্টসহ বিভিন্ন দলের ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চাচা-ভাতিজার মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে তৃণমূলে চলছে তুমুল আলোচনা। শেষ পর্যন্ত চাচা-ভাতিজা নাকি অন্য কেউ মহাজোটের প্রার্থী হচ্ছেন— এ অপেক্ষায় সবাই।

এ আসনে নির্বাচনীযুদ্ধে ভাতিজা বর্তমান এমপি শিবলী সাদিক আওয়ামী লীগের এবং চাচা দেলওয়ার হোসেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সহসভাপতি ও জেলা জাতীয় পার্টির সভাপতি পৃথক পৃথকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ আসনে আরেকজন মহাজোটের শরিক দল ন্যাপের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও দিনাজপুর জেলা সভাপতি কাজী আবু জাফর মুহম্মদ লুত্ফর রহমান চৌধুরীও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ আসনে চাচা-ভাতিজা ছাড়াও আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— আজিজুল হক চৌধুরী ও আতাউর রহমান।

সর্বশেষ খবর