রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

চট্টগ্রামে ভোটযুদ্ধের জমজমাট প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জোট-মহাজোট আর যুক্তফ্রন্ট কিংবা মিত্রদের হিস্সা নিয়ে জটিলতা যতই থাকুক, ভোটযুদ্ধের দামামা বেশ জমে উঠেছে চট্টগ্রামে। চট্টগ্রাম জেলার ১৬ আসনের বিপরীতে মনোনয়নপত্র জমা দেন ১৮০ জন প্রার্থী। গত বুধবার (২৮ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনটিও ছিল বেশ উৎসবমুখরতায় ভরা। অনন্য সুন্দর পরিবেশে নগর সংশ্লিষ্ট ছয়টি আসনের প্রার্থীরা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার মো. আবদুল মান্নানের কাছে এবং জেলার ১০টি আসনের প্রার্থীরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. ইলিয়াস হোসেনের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। সেদিন চট্টগ্রাম বন্দর আসনের দুই জোটের দুই প্রার্থীর কোলাকুলিও হৃদয়ের উষ্ণতার প্রমাণ বৈকি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আওয়ামী লীগের এমপি এম এ লতিফ মনোনয়ন জমা দেওয়ার মুহূর্তে হাসিমুখে একে অপরের প্রতি হাত বাড়িয়ে দেন ও কোলাকুলি করেন। নগরীর সবকটি আসনে নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয় নিশ্চিতের প্রত্যয় জানিয়ে সেদিনই বর্ধিত সভা আহ্বান করে ঐক্যের ডাক দেন মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। দুই বড় দলেরই নিজ দল ও শরিক দলগুলোর কয়েক বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ায় ভোটের মাঠে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা। অন্তত ছয়টি আসনেই এ নিয়ে এখনো সংকট তীব্রতর। জামায়াত-এলডিপির হিস্সা নিয়ে যেমন, তেমনি মাঠ পর্যায়ে প্রতিটি আসনে নিজেদের একাধিক প্রার্থী নিয়ে বিপাক কাটেনি বিএনপির। মহাজোটেও আছে মিত্রদের চাওয়া-পাওয়ার অস্থিরতা।

সর্বশেষ খবর