বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ঝিনাইদহ-৩

জামায়াত না বিএনপি

ঝিনাইদহ প্রতিনিধি

জামায়াত না বিএনপি

ঝিনাইদহ-৩ আসনে বিএনপির তিন প্রার্থী ও  জামায়াতের এক প্রার্থীকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছিল। জেলা রিটার্নিং কর্মকর্তা এই ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। কিন্তু এ আসনে জোটগতভাবে নির্বাচন হলে কাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে তা এখনো নিশ্চিত নয়। এ আসনে সরব আছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শহিদুল ইসলাম মাস্টারের ছেলে মেহেদী হাসান রনি। জোটের অন্য তিন প্রার্থী দলীয় মনোনয়ন পেলেও তাদের নির্বাচনী মাঠে দেখা যাচ্ছে না। উপজেলা জামায়াতের আমির প্রফেসর মতিউর রহমান মনোনয়ন দাখিলের পরদিন তার নামে নাশকতা মামলা করা হয়েছে। যে কারণে তিনি নির্বাচনী মাঠ থেকে দূরে রয়েছেন। অন্য দুই প্রার্থী কেন্দ্রীয় বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল ও কেন্দ্রীয় সংস্কৃতিবিষয়ক সহ-সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান এখনো কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায়।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর