বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় : ওমর ফারুক

নিজস্ব প্রতিবেদক

বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় : ওমর ফারুক

যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, বিএনপি জানে, দন্ডিত ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারে না, তাহলে কেন তাদের মনোনয়ন দিল? তারা বলছে রিটার্নিং অফিসাররা নাকি সৎমায়ের ভূমিকা রাখছেন। আসলে তাদের উদ্দেশ্য নির্বাচন কমিশন ও জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে ইস্যু তৈরি করা। যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির ৭৯তম জম্ম বার্ষিকী উপলক্ষে গতকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বনানী কবরস্থানে শহীদ শেখ ফজলুল হক মণির কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতিহা পাঠ করা হয়। যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদের পরিচালনায় এতে বক্তব্য দেন যুবলীগ প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মুজিবুর রহমান চৌধুরী, মো. ফারুক হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর