বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ময়মনিসংহ-৫

অস্বাভাবিক হারে বেড়েছে মুক্তির সম্পদ

সৈয়দ নোমান, ময়মনসিংহ

অস্বাভাবিক হারে বেড়েছে মুক্তির সম্পদ

২০১৪ সালের পাঁচ জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার ভিত্তিতে জাতীয় পার্টি থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে সংসদ সদস্য হন সালাহ উদ্দিন আহমেদ মুক্তি। গত পাঁচ বছরে এই সংসদ সদস্যের ব্যক্তিগত ও পারিবারিক সম্পদের বিস্তার ঘটেছে ব্যাপক। গত নির্বাচনে তিনি হলফনামায় যে তথ্য দিয়েছেন তার সঙ্গে এবারের হলফনামায় রয়েছে বিস্তর ফারাক। বেড়েছে নিজ ও স্ত্রীর নামে কৃষি জমি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকার। পরিসর হয়েছে ব্যবসার। দুই সংসদ নির্বাচনের হলফনামা বিশ্লেষণ করলে দেখা যায়, এমপি মুক্তির অস্থাবর সম্পদ বেড়েছে ২২ গুণ আর স্থায়ী সম্পদ বেড়েছে ৪৮ গুণ। অন্যদিকে স্ত্রীর অস্থাবর সম্পদ বেড়ে হয়েছে ৩৬ গুণ এবং স্থায়ী সম্পদ বেড়েছে শতভাগ। দশম সংসদ নির্বাচনের আগে সালাহ উদ্দিন আহমেদ মুক্তি কোনো গাড়ি না হাঁকালেও এবার চড়ছেন ৫৮ লাখ ১০ হাজার টাকার বিলাসবহুল টয়োটা ব্র্যান্ডের একটি ল্যান্ড ক্রুইসার গাড়িতে। এ ছাড়াও রয়েছে ৩৪ লাখ ২০ হাজার টাকার একটি হার্ড জিপ। ২৯ লাখ ৯৬ হাজার টাকা মূল্যের একটি বাসও রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর