শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ব্রাহ্মণবাড়িয়া-২

স্বতন্ত্র প্রার্থী মঈনকে নিয়ে উজ্জীবিত নেতা-কর্মীরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

স্বতন্ত্র প্রার্থী মঈনকে নিয়ে উজ্জীবিত নেতা-কর্মীরা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন ছয়জন। এদের মধ্যে পাঁচজন বাছাইয়ে বাতিল হন।   টিকে যান নব্বইয়ের গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মঈনউদ্দিন মঈন। এ আসনে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি এলাকায় অন্য প্রার্থীদের তুলনায় ব্যাপক গণসংযোগ করেন। এসব কারণে তিনি ছিলেন এ আসনের প্রার্থিতার দাবিদার। কিন্তু নবম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটগত নির্বাচনের কারণে আসনটি জোটপ্রধান আওয়ামী লীগ জোটের অন্যতম শরিক জাতীয় পার্টিকে ছেড়ে দেয়। মহাজোটের প্রার্থী হিসেবে বর্তমান এমপি জিয়াউল হক মৃধা নির্বাচিত হন। ১৯৭৩ সালের পর থেকে আওয়ামী লীগের হাত ছাড়া হওয়া আসনটিতে তৃণমূল থেকে এবার মঈনউদ্দিনকে নৌকা প্রতীকে দলীয় প্রার্থী দেওয়ার দাবি ওঠে। মো. মঈনউদ্দিন ছাড়া বাকি ৫ জনের প্রার্থিতা বাতিল ঘোষণায় মুহূর্তেই পাল্টে যায় ভোটের মাঠে দৃশ্যপট। এতে সাধারণ মানুষও আনন্দিত। কয়েকদিন ধরে নেতা-কর্মীদের মধ্য যে হতাশা ছিল তাও দারুণভাবে উজ্জীবিত হয়েছেন তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর