শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

কুমিল্লায় জাপার দুই এমপির সম্পদ বেড়েছে

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

কুমিল্লায় জাপার দুই এমপির সম্পদ বেড়েছে

কুমিল্লা জাপার দুই এমপির সম্পদ বেড়েছে লাফিয়ে লাফিয়ে। দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় জমা দেওয়া হলফনামা থেকে এই তথ্য পাওয়া যায়।

দশম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের মধ্যে নয়জন আওয়ামী লীগ থেকে এবং বাকি দুজন জাতীয় পার্টি (জাপা) থেকে এমপি নির্বাচিত হন। আওয়ামী লীগের এমপিদের সঙ্গে জাপার দুই এমপি নুরুল ইসলাম মিলন ও আমির হোসেনের সম্পদও বেড়েছে কয়েকগুণ। কুমিল্লা-২ (হোমনা তিতাস) আসন থেকে নির্বাচিত হন মো. আমির হোসেন। আগের হলফনামায় ব্যবসা থেকে তার বাৎসরিক আয় ছিল, আড়াই লাখ টাকা, তা এবার দাঁড়িয়েছে ছয় লাখ ৬২ হাজার ২৬২ টাকায়। গতবার তার নিকট নগদ টাকা ছিল দেড় লাখ, এবার তা দাঁড়িয়েছে ৪১ লাখ ৪২ হাজার ৪৪৫ টাকায়। আগে তার বৈদেশিক মুদ্রা ছিল না। এবার তা দাঁড়িয়েছে ২ হাজার ডলারে। আগে তার গাড়ি ছিল না, এবার তার গাড়ির মূল্য ৫৮ লাখ ৫০ হাজার ২২৯ টাকা। কুমিল্লা-৮(বরুড়া) আসন থেকে নির্বাচিত হন নুরুল ইসলাম মিলন। আগের হলফনামায় কৃষিখাত থেকে তার কোনো আয় ছিল না। এবার কৃষিখাতের আয় দুই লাখ টাকা। গতবার তার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা থেকে আয় ছিল নয় লাখ ৯০ হাজার। এবার তা দাঁড়িয়েছে ১২ লাখ টাকায়। সঞ্চয়, শেয়ার, ব্যাংক আমানত থেকে আয় বেড়েছে ৩ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর