শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
চট্টগ্রাম-৯

মর্যাদার লড়াইয়ে ডাক্তার-ব্যারিস্টার

ফারুক তাহের, চট্টগ্রাম

মর্যাদার লড়াইয়ে ডাক্তার-ব্যারিস্টার

চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে বড় দুই রাজনৈতিক দলের দুই পেশাজীবী রাজনীতিক নেমেছেন আÍমর্যাদার লড়াইয়ে। একদিকে রয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, অন্যদিকে চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতি ডা. শাহাদাত হোসেন। দুজনই রাজনীতির পাশাপাশি স্ব-স্ব পেশায় সক্রিয় রয়েছেন। ব্যারিস্টার নওফেল হাই কোর্টে নিয়মিত আইন পেশা চর্চা করেন এবং ডা. শাহাদাত সপ্তাহে ছয় দিন নিজের চেম্বারে রোগী দেখেন। চট্টগ্রামে এই দুই পেশাজীবী রাজনীতিকের রয়েছে ‘ক্লিন ইমেজ’। একজনের রয়েছে পারিবারিকভাবে রাজনীতি চর্চার দীর্ঘ ও উজ্জ্বল ইতিহাস, অন্যজনের রয়েছে ছাত্র রাজনীতি থেকে ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামের চাক্ষুষ অভিজ্ঞতা। সব মিলে এই দুই নেতা হাড্ডাহাড্ডি লড়াইয়ে উপনীত হতে যাচ্ছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে।

চট্টগ্রাম মহানগরের সদর আসন হওয়ায় কোতোয়ালি-বাকলিয়া নিয়ে গঠিত চট্টগ্রাম-৯ আসনে অতীতে বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলের প্রার্থীই একাধিকবার বিজয় লাভ করেছেন। এটাও সত্য যে, চট্টগ্রামের এ আসন থেকে স্বাধীনতার পর থেকে যে দলের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সে দলই সারা দেশে নিরঙ্কুশ বিজয় অর্জন করে সরকার গঠন করেছে। এবারের নির্বাচন এদের দু’জনেরই প্রথমবারের মতো নির্বাচন। ফলে দুই দলের ভোটার-সমর্থকরাই বিজয়ের ব্যাপারে সমান আশাবাদী। চট্টগ্রামের এ আসনে নওফেল-শাহাদাতের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বলে মনে করছেন চট্টগ্রামের রাজনৈতিক বিশে�ষকরা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশাজীবী এই দুই রাজনীতিকের কে হবেন বিজয়ী এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর