শিরোনাম
শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
রাজশাহী

টক্কর দিতে প্রস্তুত বিএনপি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী-১ আসনে ঐক্যফ্রন্টের হেভিওয়েট প্রার্থী ব্যারিস্টার আমিনুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। আপিলে তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন। রাজশাহী-৫ ও রাজশাহী-৬ আসনেও বিএনপির হেভিওয়েট দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় তারা আপিল করেছেন। আজ আপিলের শেষ দিনে শুনানি আছে ওই দুই প্রার্থীর। তবে প্রতিটি আসনেই বিএনপির বিকল্প প্রার্থী আছে। অন্যরা প্রার্থিতা ফিরে না পেলেও সমস্যায় পড়তে হবে না বিএনপিকে। আর তাতেই রাজশাহীর আসনগুলোতে আওয়ামী লীগকে টক্কর দিতে প্রস্তুত বিএনপি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু জানান, ২০১৪ সালের মতো এবারের নির্বাচন হবে না। মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে সব আসনেই তারা বিজয়ী হবেন। তাদের জনপ্রিয় তিন প্রার্থীর প্রার্থিতা নানা অজুহাতে বাতিল করা হয়েছিল। এরই মধ্যে একজন প্রার্থিতা ফিরে পেয়েছেন। শনিবার (আজ) অন্যরাও ফেরত পাবেন বলে আশাবাদী। সবগুলো আসনেই এবার টক্কর দিতে তারা প্রস্তুত বলে জানান মিনু। আওয়ামী লীগ আগে থেকেই মাঠে। এবার বিএনপিও মাঠে নেমেছে। ব্যারিস্টার আমিনুল হক প্রার্থিতা ফিরে পাওয়ায় চাঙ্গা বিএনপি শিবির। মনোনয়নপত্র বাছাইয়ের পর পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। রাজশাহীর সবকটি আসনে আওয়ামী লীগ ও ১৪ দল প্রচারের শক্ত প্রস্তুতি নিয়েছে। তবে সহজে ছেড়ে দেবে না বিএনপি। তারাও উজ্জীবিত।

প্রার্থিতা বাছাইয়ের পর রাজশাহী-১ (তানোর গোদাগাড়ী) আসনের হেভিওয়েট হিসেবে পরিচিত সাবেক মন্ত্রী বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের মনোনয়ন বাতিল হয়। তিনি বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। একইভাবে বিএনপি মনোনীত রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের নাদিম মোস্তফা ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের আবু সাঈদ চাঁদও প্রাথমিকভাবে প্রার্থিতা হারিয়েছেন। তবে আমিনুল হক আপিলের প্রথম দিনে প্রার্থিতা ফিরে পাওয়ায় রাজশাহীতে চাঙ্গা বিএনপি।

সর্বশেষ খবর