শিরোনাম
শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
সিলেট-৩

প্রার্থিতা ফিরে পাওয়ায় কাইয়ুম চৌধুরীকে ঘিরে উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রার্থিতা ফিরে পাওয়ায় কাইয়ুম চৌধুরীকে ঘিরে উচ্ছ্বাস

হলফনামায় স্বাক্ষর না থাকায় বাতিল হয়েছিল সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী আবদুল কাইয়ুম চৌধুরীর। তবে নির্বাচন কমিশনে আপিল করে নিজের প্রার্থিতা ফিরে পেয়েছেন তিনি। গত বৃহস্পতিবার তিনি প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে বলে জানা গেছে। ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আবদুল কাইয়ুম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। কিন্তু আপিলে নিজের প্রার্থিতা ফিরে পাওয়ায় সন্তুষ্ট কাইয়ুম চৌধুরী। তিনি মনে করছেন, বিএনপি তাকে প্রার্থী হিসেবে মূল্যায়ন করবে। এদিকে, কাইয়ুম চৌধুরী প্রার্থী ফিরে পাওয়ায় সিলেট-৩ আসনে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। তার অনুসারীরা মনে করছেন, প্রার্থিতা ফিরে পাওয়া কাইয়ুম চৌধুরীর প্রাথমিক বিজয়। এবার দলীয় মনোনয়ন পেলে এ আসনে জয়ী হয়ে চূড়ান্ত বিজয় হবে তার। এ ব্যাপারে আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘প্রার্থিতা ফিরে পাওয়ায় এলাকার নেতা-কর্মীরা খুবই খুশি। তারা উচ্ছ্বসিত। আমি দলের সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় আছি।

সর্বশেষ খবর