শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
চট্টগ্রাম-৩

মাঠেই থাকছেন বিদ্রোহী প্রার্থী পেয়ারু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মাঠেই থাকছেন বিদ্রোহী প্রার্থী পেয়ারু

চট্টগ্রামের ফটিকছড়ি আসনের মহাজোটের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে নির্বাচনের মাঠেই থাকছেন এ টি এম পেয়ারুল ইসলাম। দলীয় মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়ে আওয়ামী লীগের ত্যাগী এ নেতা বহিষ্কারের আতঙ্ক নিয়েও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে সরব রয়েছেন। চট্টগ্রামের একমাত্র বিদ্রোহী প্রার্থী এ টি এম পেয়ারুল ইসলাম। (পেয়ারু) চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য। ফটিকছড়ির প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ছিলেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের প্রার্থী মনোনীত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন পেয়ারুল ইসলাম। তখন বিএনপির প্রার্থী সালাউদ্দিন কাদের চৌধুরীর কাছে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। এরপর রাজনীতির মাঠে সরব থাকলেও নির্বাচনে  জোটেনি দলীয় মনোনয়ন। দশম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাডারি মনোনয়ন পেয়েছিলেন। তখন তিনি এমপিও হয়েছিলেন। ওই আসনে মহাজোটের চূড়ান্ত প্রার্থী নজিবুল বশর মাইজভান্ডারির নাম ঘোষণা করা হয়েছে গতকাল।

সর্বশেষ খবর