শিরোনাম
রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

চট্টগ্রামে বিএনপির সাত নতুন মুখ পাঁচজনই ব্যবসায়ী

১১টি আসনের সাতটিতে নতুন মুখ। আর সাতজনের পাঁচজনই ব্যবসায়ী। অপর দুজনের একজন চিকিৎসক, অন্যজন অধ্যাপক

ফারুক তাহের, চট্টগ্রাম

চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ১১টিতে আনুষ্ঠানিকভাবে একক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ১১টি আসনের সাতটিতে আসছেন নতুন মুখ। আর সাতজনের পাঁচজনই হচ্ছেন ব্যবসায়ী। অপর দুজনের একজন চিকিৎসক, অন্যজন অধ্যাপক। চট্টগ্রামের যে সাতটি আসনে প্রথমবারের মতো ধানের শীষের একক প্রার্থী ঘোষণা করা হয়েছে তারা হলেন- মিরসরাই আসনে নুরুল আমিন চেয়ারম্যান, ফটিকছড়িতে কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার, সীতাকুন্ডে আসলাম চৌধুরীর ভাই ইসহাক কাদের চৌধুরী, রাউজানে জসিম উদ্দিন সিকদার, রাঙ্গুনিয়ায় কুতুব উদ্দিন, কোতোয়ালিতে ডা. শাহাদাত হোসেন এবং পটিয়ায় এনামুল হক। এদিকে সাত নতুন মুখের পাঁচজনই রাজনীতির পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িত। এখানে পেশাদার রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করার মতো কেউ নেই। ব্যবসায়ীদের একজন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের নুরুল আমিন। তিনি বর্তমান উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে সংসদ নির্বাচনে লড়তে যাচ্ছেন। পেশায় তিনি ঠিকাদার এবং ট্রান্সপোর্ট ব্যবসায়ী। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারও চাকরি থেকে অবসরে যাওয়ার পর রেস্টুরেন্টসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) আসনে বিএনপির মনোনয়ন পাওয়া ইসহাক কাদের চৌধুরীও শিল্পপতি। চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের বিএনপি নেতা জসিম উদ্দিন সিকদারও ব্যবসায়ী। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে মনোনয়ন পেয়েছেন ধনাঢ্য ব্যবসায়ী এনামুল হক। তিনি মূলত চাক্তাই-খাতুনগঞ্জের অন্যতম চালের আড়তদার ও চালের বৃহত্তম আমদানিকারক।  এর বাইরে অন্য দুই আসনে দুই পেশাজীবী রাজনীতিবিদ মনোনয়ন পেয়েছেন। তারা হলেন- চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে কুতুব উদ্দিন বাহার। তিনি একজন কলেজ শিক্ষক। এ ছাড়া চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে মনোনয়নপ্রাপ্ত ডা. শাহাদাত হোসেন একজন পেশাদার চিকিৎসক। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতির দায়িত্বে থাকা এই রাজনীতিবিদ নিয়মিতই চিকিৎসাসেবা দিয়ে থাকেন।

সর্বশেষ খবর