রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ঝিনাইদহ-২ আসনে হাড্ডাহাড্ডি লড়াই

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ-২ আসনে হাড্ডাহাড্ডি লড়াই

ঝিনাইদহ-২ (সদরের একাংশ-হরিণাকুণ্ডু) আসনে আওয়ামী লীগ থেকে দলীয়ভাবে মনোনয়ন পেয়েছেন মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদ নেতা নূরে আলম সিদ্দিকীর ছেলে তাহজীব আলম সিদ্দিকী সমি। অন্যদিকে বিএনপি থেকে প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন সদ্য পদত্যাগী হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ মজিদ। ফলে এবারের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সমির সঙ্গে বিএনপির প্রার্থী আবদুল মজিদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন স্থানীয় ভোটাররা। পরপর তিনবার দখলে থাকা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে ২০০৮ সালের নির্বাচনে প্রথমবারের মতো হানা দিয়ে জয়লাভ করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি সফিকুল ইসলাম অপু। এরপর ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে সমি নির্বাচন করে আওয়ামী লীগ প্রার্থী সফিকুল ইসলাম অপুকে পরাজিত করে চমক সৃষ্টি করেন।

সর্বশেষ খবর