বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
খুলনার ভোটের মাঠ

আওয়ামী লীগে উচ্ছ্বাস, শঙ্কায় বিএনপি

সামছুজ্জামান শাহীন, খুলনা

আওয়ামী লীগে উচ্ছ্বাস, শঙ্কায় বিএনপি

একাদশ সংসদ নির্বাচনে খুলনায় মহাজোটের প্রার্থীদের পক্ষে উৎসবমুখর প্রচারণায় মেতেছেন নেতা-কর্মীরা। দলীয় বিভেদ মেটানোর পাশাপাশি তারা নানা কৌশলে প্রচারণায় ভোটের মাঠ সরগরম রেখেছেন। তবে বিপরীত চিত্র জাতীয় ঐক্যফ্রন্ট শিবিরে। বিএনপির প্রার্থীদের পক্ষে নেতা-কর্মীরা নানা শংকা নিয়ে প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। খুলনা-৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ও বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের অভিযোগ- পোস্টার লাগানো থেকে শুরু করে সব ধরনের প্রচারণায় পুলিশ এবং সরকারদলীয় কর্মীরা বাধার সৃষ্টি করছে। তাদের হামলার শিকার একাধিক বিএনপি নেতা-কর্মীকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তবে এ অভিযোগকে মিথ্যা দাবি করে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল হোসেন বলেন, ভোটের মাঠে আওয়ামী লীগ সংঘাতে বিশ্বাস করে না। বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এসব ঘটনা ঘটেছে।  জানা যায়, প্রতীক বরাদ্দের পর থেকেই খুলনার ছয়টি আসনে আওয়ামী লীগ প্রার্থীদের পক্ষে নেতা-কর্মীরা প্রচারণায় রয়েছেন। গতকাল খুলনা-২ আসনে নৌকার প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল নগরীর ডাকবাংলা, পিকচার প্যালেস মোড়, কাস্টমঘাট, কদমতলা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। খুলনা-৪ আসনভুক্ত তেরখাদা, রূপসা ও দিঘলিয়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনে মহাজোটের প্রার্থী শেখ হেলাল উদ্দিন। তিনি দুই পক্ষকে বিভেদ মিটিয়ে নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।  এদিকে খুলনা-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নগরীর আদালতপাড়া, হাদিস পার্ক, সিটি করপোরেশন ও কেডি ঘোষ রোড এলাকায় ব্যবসায়ীদের মাঝে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন। তিনি অভিযোগ করে বলেন, পুলিশের আচরণের কোনো পরিবর্তন হয়নি। তারা প্রচারণায় বাধা দিচ্ছে। প্রচারণায় থাকা নেতা-কর্মীদের মারধর করছে। সরকারি দলের সব বিধিভঙ্গকে পুলিশ সহ্য করলেও আমাদের আটকে রাখছে। এ অবস্থার পরিবর্তন দাবি এই নেতার। একইভাবে প্রচারণায় শংকার কথা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন খুলনা-৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। তিনি বলেন, ‘খালিশপুর জংশন মোড়ে সোমবার রাতে বিএনপির কর্মীদের পোস্টার লাগানোর সময় আওয়ামী লীগের কর্মীরা তাদের নির্দয়ভাবে মারধর করে। তাদের পোস্টার ও মই ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনা ইতিমধ্যে পুলিশকে জানানো হয়েছে।’ তিনি বলেন, এখনো নির্বাচন কমিশনের প্রতিশ্রুত লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়ন হয়নি। এক পক্ষকে কাজ করার সুযোগ দেবে আর অন্যপক্ষ বাধাগ্রস্ত করবে এটা হতে পারে না।  তবে বিএনপির এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এসএম কামাল হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে বিএনপি। আওয়ামী লীগ সংঘাতে বিশ্বাস করে না। খুলনা-৩ আসনে মহাজোটের প্রার্থী শ্রমিক নেতা বেগম মন্নুজান সুফিয়ান যথেষ্ট শক্তিশালী। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এখানে ভোটাররা নৌকার প্রার্থীকেই বিজয়ী করবেন।

সর্বশেষ খবর