বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
বরগুনা-২

হুমকি প্রমাণ করার চ্যালেঞ্জ

বরগুনা প্রতিনিধি

বরগুনা-২ সংসদীয় আসনে গতকাল আওয়ামী লীগ প্রার্থী শওকত হাচানুর রহমান রিমন রায়হানপুরের ফজলুল হক ডিগ্রি কলেজ মাঠে জনসভার মধ্যদিয়ে প্রচারণা শুরু করেন। ইসলামী আন্দোলনের প্রার্থী গোলাম সরোয়ার হিরু কালমেঘা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসভার মধ্যদিয়ে একই দিন নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

গোলাম সরোয়ার হিরুর স্ত্রী সাবেক ইউপি চেয়ারম্যান নুরে আফরোজ হেপি অভিযোগ করেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর অন্যতম নেতা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন ও কালমেঘা ইউপি চেয়ারম্যান আকন মো. শহীদ প্রকাশ্যে তাদের সমর্থক ও কর্মীদের বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে এই দুই নেতা ঘোষণা দিয়েছেন ২৫ ডিসেম্বরের পরে পাথরঘাটায় নৌকা ছাড়া আর কোনো প্রতীকের কর্মী থাকতে পারবে না। যারা প্রকাশ্যে নৌকায় ভোট দিতে পারবে তাদেরকেই শুধু কেন্দ্রে আসতে দেওয়া হবে। এ ব্যাপারে কালমেঘা ইউপি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি চ্যালেঞ্জ যেন যে, কেউ যদি অভিযোগ প্রমাণ করতে পারে তাহলে নির্বাচন কমিশনের দেওয়া শাস্তি আমরা মেনে নেব।

সর্বশেষ খবর