বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ব্রাহ্মণবাড়িয়া-২

জামাই-শ্বশুর লড়াই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে লড়াই হচ্ছে জামাই-শ্বশুরের মধ্যে। শ্বশুর স্বতন্ত্র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা পেয়েছেন সিংহ প্রতীক। আর জামাই জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া  লড়ছেন লাঙ্গল প্রতীক নিয়ে। এ আসনটিতে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই। তবে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা মঈন উদ্দিন মঈন ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনটি মহাজোট থেকে জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে। এ আসন থেকে জাতীয় পার্টির চেয়ারম্যানের যুববিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া টিপুকে প্রথমে দল থেকে মনোনয়ন দেওয়া হয়। পরে শনিবার মনোনয়ন দেওয়া হয় তার শ্বশুর ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জিয়াউল হককে। তবে আগেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন জিয়াউল হক। তাই তাকে সিংহ প্রতীক দেওয়া হয়েছে। স্থানীয়রা মনে করেন, জামাই-শ্বশুর দ্বন্দ্বের কারণে এ আসনটি মহাজোট হারাতে পারে। জামাইয়ের লাঙ্গল চাষে ভয় হয়ে দাঁড়াবে শ্বশুরের সিংহ। এ কারণে বিএনপির আব্দুস সাত্তার ও স্বতন্ত্র প্রার্থী মঈন উদ্দিন মঈন সুযোগ নিতে পারেন। আওয়ামী লীগ যদি মঈনের উদ্দিনের পক্ষে ঐক্যবদ্ধ থাকে তাহলে তার পক্ষে জয় সম্ভব হয়ে উঠতে পারে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর