বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ঋণের টাকায় হেভিওয়েট প্রার্থীদের প্রচারণা

আত্মীয়স্বজনদের কাছ থেকে নেওয়া ঋণের টাকা ও দলীয় নেতা-কর্মীদের দেওয়া অনুদানে প্রচারণাসহ নির্বাচনের যাবতীয় খরচ করছেন হেভিওয়েট প্রার্থীরা

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

আত্মীয়স্বজনদের কাছ থেকে নেওয়া ঋণের টাকা ও দলীয় নেতা-কর্মীদের দেওয়া অনুদানে প্রচারণাসহ নির্বাচনের যাবতীয় খরচ করছেন চট্টগ্রামের সিংহভাগ প্রার্থী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া যায়। তবে এর মধ্যে ব্যতিক্রম কিছু প্রার্থী রয়েছেন যার বেশির ভাগই ‘হেভিওয়েট’। তারা নিজস্ব তহবিল থেকে নির্বাচনের যাবতীয় ব্যয় নির্বাহ করছেন। চট্টগ্রাম-২ আসনে ২০-দলীয় জোটের নুরুল আমিন চাচাতো ভাই ও তালতো ভাইয়ের কাছ থেকে ঋণ নিয়ে নির্বাচনী খরচ বহন করছেন। একইভাবে গণফোরামের প্রার্থী নুর উদ্দিন আহমেদও আত্মীয়স্বজনদের কাছ থেকে ঋণ নিয়ে নির্বাচনে খরচ করছেন। চট্টগ্রাম-৩ আসনে মহাজোট প্রার্থী মাহফুজুর রহমান মিতা নিজের সঞ্চয় ও স্ত্রীর টাকায় নির্বাচনের ব্যয় বহন করছেন। চট্টগ্রাম-৪ আসনে ২০-দলীয় প্রার্থী ইসহাক চৌধুরী ভাইদের টাকা দিয়ে নির্বাচন করছেন। চট্টগ্রাম-৫ আসনের মহাজোট প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ নিজের ও স্ত্রীর টাকায়, ইসলামী ঐক্যজোট প্রার্থী মাঈন্দ্দুীন রুহী আত্মীয়স্বজনদের কাছ থেকে ঋণ নিয়ে নির্বাচনী খরচ বহন করছেন। চট্টগ্রাম-৬ আসনে ২০-দলীয় জোটের প্রার্থী জসিম উদ্দিন সিকদার আত্মীয়স্বজনদের কাছ থেকে ঋণ নিয়ে নির্বাচনী ব্যয় বহন করছেন। চট্টগ্রাম-৭ আসনে মহাজোট প্রার্থী ড. হাছান মাহমুদ ও ২০-দলীয় জোট প্রার্থী নুরুল আলম নিজের ব্যবসা ও আত্মীয়স্বজনদের কাছ থেকে ঋণ নিয়ে নির্বাচনে খরচ করছেন। চট্টগ্রাম-৯ আসনে মহাজোট প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও ২০-দলীয় জোট প্রার্থী ডা. শাহাদাত হোসেন নিজেদের পেশা ও আত্মীয়স্বজনদের কাছ থেকে ঋণ নিয়ে নির্বাচনে খরচ করছেন। চট্টগ্রাম-১৫ আসনে ২০-দলীয় জোট প্রার্থী আ ন ম শামসুল ইসলাম আত্মীয়-স্বজনদের কাছ থেকে ঋণ নিয়ে নির্বাচন করছেন। চট্টগ্রাম-১৬ আসনে জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরী দলীয় নেতা-কর্মীদের অনুদান ও ঋণের টাকায় নির্বাচনী ব্যয় নির্বাহ করছেন। এ ছাড়া চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের ১১৪ প্রার্থীর সিংহভাগ আত্মীয়স্বজন ও নিজ দলীয় নেতা-কর্মীদের কাছ থেকে ঋণ ও অনুদান নিয়ে নির্বাচন করছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন। তবে এর মধ্যে ব্যতিক্রম কিছু প্রার্থীও রয়েছেন। তারা নিজস্ব তহবিল থেকেই নির্বাচনের যাবতীয় খরচ করবেন। নিজস্ব তহবিল থেকে খরচ করা সিংহভাগই হচ্ছেন হেভিওয়েট।

সর্বশেষ খবর