বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

মহাজোট প্রার্থী পীর মিসবাহর পক্ষে আওয়ামী লীগ

সুনামগঞ্জ প্রতিনিধি

মহাজোট প্রার্থী পীর মিসবাহর পক্ষে আওয়ামী লীগ

সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে প্রার্থী চূড়ান্ত করার আগে মনোনয়ন নিয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মহাজোট থেকে জাতীয় পার্টির পীর ফজলুর রহমান মিসবাহকে মনোনয়ন দেওয়ার পর মাঠে নামতে শুরু করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। নৌকা ও লাঙ্গল সমর্থকদের সক্রিয় ভূমিকায় এখানে গণজোয়ার তৈরি হচ্ছে। ইতিমধ্যে সুনামগঞ্জ সদর আসনে পীর মিসবাহকে বিজয়ী করতে বৈঠক করেছে জেলা যুবলীগ। প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট বেলাল হোসেনের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই সভায় পীর মিসবাহর পক্ষে কাজ করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, খন্দকার মনজুর আহমদ প্রমুখ। এ আহ্বানে যুবলীগ নেতা-কর্মীরা এখন পীর মিসবাহর পক্ষে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। এদিকে, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ নূরুল হুদা মুকুট মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জ শহরে পীর মিসবাহকে সঙ্গে নিয়ে লাঙ্গলের পক্ষে গণসংযোগ করেন। জেলার প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতা পীর মিসবাহর পক্ষে নামায় নেতা-কর্মীরা আরও চাঙ্গা হয়েছেন। মহাজোটের প্রার্থীকে বিজয়ী করতে সভা করেছে জেলা  স্বেচ্ছাসেবক লীগ। সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ এতে উপস্থিত ছিলেন। লাঙ্গলের পক্ষে কাজ করতে আহ্বান জানিয়েছেন জেলা সভাপতি সুয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু। গতকাল বিকালে জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার দলীয় নেতা-কর্মীদের মিটিং ডেকে মিসবাহর পক্ষে নামতে বলেন।

সর্বশেষ খবর